কাউখালীতে নতুন ঘর পাচ্ছেন ১২৫গৃহহীন পরিবার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে নতুন ঘর পাচ্ছেন ১২৫গৃহহীন পরিবার
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩


কাউখালীতে নতুন ঘর পাচ্ছেন ১২৫গৃহহীন পরিবার

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা। ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কাউখালীতে আরও ১২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। বুধাবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১২৫টি সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এর আগে গত ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করেন।
মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনসহ জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কাউখালী উপজেলায় এর আগে চারটি পর্যায়ে ৪৮০ টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১২৫ পরিবারকে ঘর দেওয়া হবে। এতে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪০ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ