গোপালগঞ্জে হতদরিদ্রদের ৪র্থ পর্যায়ে গৃহ প্রদানে প্রেস ব্রিফিং

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে হতদরিদ্রদের ৪র্থ পর্যায়ে গৃহ প্রদানে প্রেস ব্রিফিং
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩


গোপালগঞ্জে হতদরিদ্রদের ৪র্থ পর্যায়ে গৃহ প্রদানে প্রেস ব্রিফিং

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

মাননীয় প্রধানমন্ত্রী উপহার আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ একক গৃহ প্রদান কর্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
মঙ্গলবার (৮আগষ্ট) দুপুর আড়াইটায় গোপালগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এ প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, আগামীকাল ৯ আগষ্ট প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ একক গৃহ প্রদান কর্যক্রম শুভ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গৃহ হস্তান্তর কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। গোপালগঞ্জে ৪র্থ পর্যায়ে মোট  বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৫৩২টি ইতিপূর্বে গত ২২মার্চ ১৬৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ২৪৭টি ঘর হস্তান্তর করা হবে এবং বাকি ১২০টি ঘর নির্মাধীন রয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫০:৩৯ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ