পটুয়াখালীতে টানা বৃস্টিতে অচল স্বাভাবিক জীবনযাত্রা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে টানা বৃস্টিতে অচল স্বাভাবিক জীবনযাত্রা
সোমবার ● ৭ আগস্ট ২০২৩


পটুয়াখালীতে টানা বৃস্টিতে অচল স্বাভাবিক জীবনযাত্রা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি ॥

তিনদিনের টানা মাঝারী এবং অতি ভাড়ী বৃস্টিপাতে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর জনজীবন। শহরসহ গ্রামীন জনপদের নিচু এলাকার বসতবাড়িসহ সবজি ক্ষেত, আবাদী জমি বৃস্টির পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে নি¤œাঞ্চল। খোলা স্লুহজ গেট দিয়ে লোকালয় ও আবাদি জমিতে পানি প্রবেশ করায় ফসল নস্ট হওয়ার শংকায় পড়েছে কৃষক। তলিয়ে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। শিক্ষা প্রতিষ্ঠানেও কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। বৈরি এ অবহাওহায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবি-কর্মজীবি মানুষ। পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা কার্যত হোটেল বন্ধী হয়ে পড়েছেন। এদিকে সমুদ্র উত্তাল থাকায় ইলিশের ভড়া মৌসুম হলেও সাগরে যেতে পারেনি আলপিুর-মহিপুরের প্রায় সাত শতাধিক মাছধরা ট্রলার। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৩২৩ মিলি মিটার বৃস্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
মহিপুরের জেলে আবুল কালাম জানান, বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় গত ১০দিন ধরে তারা সাগরে মাছ শিকারে বের হতে পারছেনা। নীলগঞ্জের কৃষক মহিউদ্দিন জানান, তার ২টি পুকুর ও ১টি ঘের ডুবে গেছে। আউশ ধানের জমি পানিতে তলিয়ে রয়েছে। এভাবে অরো ২/৩দিন চললে গাছ পঁচে ডাওয়ার সম্ভাবনা রয়েছে। মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন জানান, শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। যারাও এসছে তাদের বইপত্রসহ পরিধেয় ব¯্র ভিজে গেঝে।
আবহাওয়া অধিদপ্তর পটুয়াখালী অফিস সূত্রে জানা যায়, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে অতি ভাড়ী বৃস্টিপাত হচ্ছে। তবে সর্বোচ্চ বৃস্টিপাত হয়েছে পটুয়াখালীতে। আগামী ১ থেকে ২ দিন এ বৃস্টিপাত অব্যাহত থাকতে পারে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ