দুমকিতে আ‘লীগ নেতাকে পিটিয়ে জখম!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে আ‘লীগ নেতাকে পিটিয়ে জখম!
বুধবার ● ২ আগস্ট ২০২৩


দুমকিতে আ‘লীগ নেতাকে পিটিয়ে জখম!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পারিবারিক বিরোধের জের ধরে পটুয়াখালীর দুমকিতে আ‘লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের দুবৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার লেবুখালী পায়রা সেতুর দক্ষিন প্রান্তে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত উপজেলা আ‘লীগের সদস্য আবদুল রশিদ প্যাদাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্রে জানাযায়, উপজেলা আ‘লীগ নেতা আবদুল রশিদ প্যাদার বড় বোন মালেকা বানুর সাথে প্রতিবেশী ধলু হাওলাদারের ছেলে খালেক হাওলাদারের পরিবারের সাথে তুচ্ছ ঘটনায় বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে দু‘পক্ষের বিরোধ নিস্পত্তির বৈঠক হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ওই মিমাংসা বৈঠকে প্রতিপক্ষ খালেক হাওলাদার (৫৫) দোষী সাব্যস্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে খালেক হাওলাদা, তার ছেলে নয়ন হাওলাদার (৩৫), মিলন হাওলাদার (৩০) ও ইছা হাওলাদার বৈঠক শেষে সবাই চলে যাওয়ার পর আ‘লীগ নেতা আবদুর রশিদ প্যাদাকে একা পেয়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। আহতের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারী দুবৃত্তরা পালিয়ে যায়। স্বজনরা আহতকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে দুমকি থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত খালেক হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:৪৪ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ