ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
সুনামগঞ্জের ছাতকে টেকাব ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের সনদপত্র ও পুরষ্কার (লেপটপ) বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র প্রদান ও সর্বোচ্চ ফলাফলকারীদের ৪জনকে ৪টি লেপটপ হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
জানাযায়, গত ২মে ❝প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছিল। এসময় প্রশিক্ষণার্থীদের উৎসাহ বাড়াতে অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সর্বোচ্চ ফলাফলকারীদের ৪জনকে ৪টি লেপটপ প্রদানের আশ্বাস দেন। পরে ২০জুন লিখিত ও প্র্যাকটিক্যাল পরিক্ষার মাধ্যমে ৪জন লেপটপ বিজয়ীদের বাচাই করা হয়। ৩০জুলাই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, বিশেষ অথিতি উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ প্রদান ও সর্বোচ্চ ফলাফলকারীদের ৪জনকে ৪টি লেপটপ হতে তুলে দেন। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপ-পরিচালক মো. আসাদ মিয়া, ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিং এর প্রশিক্ষক সাজিদুল ইসলাম, সহ উপজেলা কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরুষ্কার বিজয়ী ৪জন হলেন, উপজেলার বাসিন্দা মো. হোসেন শহিদের ছেলে মারুফ হোসেন, পৌর শহরের বাগবাড়ী গ্রামের মীর মো. মাসুক মিয়ার ছেলে মীর মো. আমান মিয়া লুমান, কালারুকা ইউপির মাধবপুর গ্রামের মো. হাফিজুর রহমান, পৌর শহরে গণক্ষাই গ্রামের আরজ আলীর মেয়ে আমিনা বেগম।
এএমএল/এমআর