স্বরূপকাঠীর ঐতিহ্য সন্ধ্যা ইলিশ মেলা!

প্রথম পাতা » পিরোজপুর » স্বরূপকাঠীর ঐতিহ্য সন্ধ্যা ইলিশ মেলা!
শনিবার ● ২৯ জুলাই ২০২৩


স্বরূপকাঠীর ঐতিহ্য সন্ধ্যা ইলিশ মেলা!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

স্বরূপকাঠীর  সন্ধ্যা নদীর ইলিশ ও বিভিন্ন ঐতিহ্য নিয়ে মেলা শুরু হয়েছে। ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর আয়োজনে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠী মন্দিরের মাঠে প্রথম পর্যায় (শুক্র ও শনিবার) দুই দিন ব্যাপী মেলা শুরু হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। মেলায় স্বরূপকাঠীর সন্ধ্যা নদীর ইলিশের পাঁচ ধরনের রেসিপি, ফুল ও ফলের চারা, বেত শিল্প, কাঠ শিল্প, হাতে ভাজা মুড়ি, হোগলের পায়েস, তানিসা প্লাস্টিকের উৎপাদিত বিভিন্ন পন্য এবং সুপারি খোলের তৈরি বিভিন্ন তৈজসপত্র দেখা যায়।
স্বরূপকাঠীর ঐতিহ্য আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা ভ্রমন পিপাসু পর্যটকরা মেলার স্টলগুলে ঘুরে ঘুরে দেখেন এবং সন্ধ্যা নদীর ইলিশের রেসিপি উপভোগ করেন। মেলার ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়ীত্বে ছিলেন আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার। এছাড়াও সার্বিক সহযোগীতা ছিলেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর অন্যতম সদস্য মো. আসাদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আকাশ হালদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিউল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাকিব হোসেন, শেখর মজুমদার, অন্তর আকাশ, মোঃ ইব্রাহিম, মোসাঃ সাবিহা আফরিন স্বর্না, মাটি প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৫৭ ● ৩৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ