আমতলীতে এডিস মশা নিধনের দাবি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে এডিস মশা নিধনের দাবি
বুধবার ● ২৬ জুলাই ২০২৩


আমতলী এডিস মশা নিধনের দাবি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশা নিধন ও মানুষকে সচেতন করতে র‌্যালী করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ র‌্যালী হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে র‌্যালীটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও রফিকুল ইসলাম রিপন প্রমুখ। র‌্যালী শেষে এডিস মশা নিধনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফগার মেশিনে কীটনাশক স্প্রেরে করা হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৬ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ