গলাচিপায় ভিজিএফ কার্ড বিষয়ে এডভোকেসি সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ভিজিএফ কার্ড বিষয়ে এডভোকেসি সভা
বুধবার ● ২৬ জুলাই ২০২৩


গলাচিপায় ভিজিএফ কার্ড বিষয়ে এডভোকেসি সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় মানতা জেলেদের ভিজিএফ কার্ড বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যের আলোকে বেসরকারি সংস্থা, সিডফএর বাস্তবায়নে উপকূলীয় জেলে পরিবারদের উন্নয়নে এবং রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন সিডফ এর নির্বাহী পরিচালক মো: শাহিন মিয়া, সিডফ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুল ইসলাম, সিপিপি সংস্থার উপজেলা টিম লিডার আবু হেনা শোয়েব (আশিষ), উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মো. শাহিন মিয়া, মহিলা বিষয়ক নেত্রী মোসা. জাকিয়া সুলতানা প্রমুখ।
সভায় মানতা জেলে নারীদের নেতৃত্ব ও ক্ষমতা উন্নয়ন প্রকল্প পরিচিতি ও বাস্তবায়ন বিষয়ে বিষদ আলোচনা করা হয় এবং মান্তা জেলে নারীদের নানাবিধ সমস্যা উত্তরণে মৎস্য বিভাগের স্মার্ট কার্ড ও নামের তালিকাভুক্ত করার ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফার্ম আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তায় উপকূলীয় অঞ্চলে মান্তা জেলে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:১৬ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ