গলাচিপায় নূরু খান হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নূরু খান হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩


গলাচিপায় নূরু খান হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামে ভূইয়ার স্লুইসগেট এলাকায় নূরুখান হত্যার মুল আসামী মান্নান ভূইয়াসহ সকল আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় চরশিবা গ্রামের ভূইয়ার স্লুইস এলাকায় স্থানীয় নির্যাতিত জনগন ও ভুক্তভোগী পরিবারের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বড়শিবা বাজার কমিটির সভাপতি মঞ্জুর ইসলাম মুন্সি। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুজিবনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরশিবা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রশিদ মিয়া, মুজিবনগর ইউপি সদস্য মনির হোসেন সরদার, মিজান পঞ্চায়েত, বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন ব্যাপারীসহ আরো অনেকে।
উল্লেখ্য যে জমিজমা ও আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী মান্নান ভূইয়া বাহিনী ভূইয়ার স্লুইস এলাকায় নরুখানকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। এতে মান্নান ভূইয়াকে প্রধান আসামী করে রনি ভূইয়া, আহাদ ভূইয়া, রাহাত ভূইয়া, লাভু ভূইয়া, মনির ভূইয়াসহ ৩০জনকে আসামী করে থানায় এজাহার করা হয়। এখন পর্যন্ত আসামীদেরকে আইনের আওতায় আনতে পারনি থানা পুলিশ। তাই ভুক্তভোগী পরিবার হুমকির মুখে আছে  বলেও জানান। তবে আসামীরা এখনো পলাতক রয়েছেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন আমরা আসামীদের ধরার চেষ্টা অব্যহত রেখেছি এবং আসামীদের ধরে আইনের কাছে সমর্পন করবো।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৩৭ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ