জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেছারাবাদে মতবিনিময় সভা

প্রথম পাতা » পিরোজপুর » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেছারাবাদে মতবিনিময় সভা
সোমবার ● ২৪ জুলাই ২০২৩


জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেছারাবাদে মতবিনিময় সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ জুলাই (সোমবার) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মৎস্য চাষী ও জেলেরা অংশ নেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়রত আলী হিরু, মৎস্যচাষী সুমিত মজুমদার রাজু, শাহিন খন্দকার ও উপজেলা জেলে সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। সভায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করে মৎস্য সপ্তাহকে সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। উল্লেখ্য “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালিত হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৪৮ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ