কাউখালীতে মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা
সোমবার ● ২৪ জুলাই ২০২৩


কাউখালীতে মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা মৎস্য কর্মকর্তা  মো.হাফিজুর রহমান।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন । সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা ও মাইকিং, র‌্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যখাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের ওপ্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৪:২০ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ