পঞ্চগড়ে ১৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

প্রথম পাতা » রংপুর » পঞ্চগড়ে ১৯ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র
বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯


---

পঞ্চগড় সাগরকন্যা প্রতিনিধি॥
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক মাদ্রাসা ছাত্র ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেহেদী হাসান (১৩) উপজেলার ঝলই-শালশিড়ি ইউনিয়নের নতুনহাট-ডাবরভাঙ্গা এলাকার খায়রুল আলমের ছেলে এবং মানিকপীর দারুস সুন্নাহ নুরানী হাফেজি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় তার বাবা খয়রুল আলম ৭ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান।
মেহেদীর বাবা বলেন, মাদ্রাসা ছুটি থাকায় তার ছেলে বাড়ি আসে। ছুটি শেষে গত ২৯ ডিসেম্বর বিকালে মাদ্রাসা যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। এর ৩/৪ দিন পর মোবাইল ফোনে এক মাদ্রাসার শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে মাদ্রাসায় যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছেলের কোন সন্ধান না পেয়ে বোদা থানায় জিডি করেন বলেখায়রুল আলম জানান। মাদ্রাসার শিক্ষক মো. আবু ইউসুফ বলেন,মেহেদী মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গত ২৭ ডিসেম্বর বাড়ি যায়। এরপর সে আর ফিরে আসেনি। ওসি বলেন, ওই ছাত্রের সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১:১০:৩৬ ● ৪৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ