কাউখালীতে ৪দোকানিকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৪দোকানিকে জরিমানা
বুধবার ● ১৯ জুলাই ২০২৩


কাউখালীতে ৪ দোকানিকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বুধবার(১৯জুলাই)দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার  বাসষ্ট্যান্ড, চৌ-রাস্তা, বেকুটিয়া ব্রীজ (নতুন বাজার) এলাকায়  অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে বাসষ্ট্যান্ড রোডে বিসমিল্লাহ বেকারীকে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করার অপরাধে ৩হাজার টাকা, পচাঁ, বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রিয় করার অপরাধে চৌ-রাস্তা এলাকায় এম.জি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কফি হাউজকে ৩হাজার টাকা,বেকুটিয়া ব্রীজ সংলগ্ন ক্যাফে সুপার বার্গার হাউজকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করার অপরাধে আল-আমিন স্টোরকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১০:০৪ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ