আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
আমতলী উপজেলার এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত ১৮ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও আমতলী পৌরসভা কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ সচেতন নাগরিকদের। মশা তৈরির কারখানা উপজেলা পরিষদের মুল ফটক ও চার পাশের ডোবা-নালা ময়লা আবর্জনা ও কচুরীপানায় পরিপুর্ণ। এ ডোবা-নালা পরিস্কার পরিছন্ন না করলে ডেঙ্গু ভাইরাসবাহিত এডিস মশা উপজেলার সর্বত্র ছড়িয়ে পরার আশঙ্কা করছেন পৌর নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস।
জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৮ দিনে ২৫ জন রোগী ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ রোগী শহর ও গ্রামাঞ্চলের। প্রায় রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের তথ্য মতে প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ করেন সচেতন নাগরিকরা। ময়লা আবর্জনায় পরিপুর্ণ ডোবা-নালা ও ঝোপজার তারা পরিস্কার পরিছন্ন করছে না। এতে ডেঙ্গু ভাইরাসবাহিত এডিস মশা দ্রুত ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। দ্রুত এডিস মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা। এদিকে হাসপাতালে কর্তপক্ষ দাবী করছেন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, আমতলী পৌর শহরের বিভিন্ন ডোবা-নালা অপরিস্কার অপরিছন্ন, অফিস আদালতের চারপাশ ঝোপজারে পরিপুর্ণ। ওই ঝোপজারে প্রচুর মশা রয়েছে। উপজেলা পরিষদের চারপাশে ডোবা ও নালা রয়েছে। ওই ডোবা ও নালা ময়লা আবর্জনায় টুইটুম্বুর। দিন-রাত মশা ঘুরাঘুরি করছে। মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এমইউ বালক বিদ্যালয়, একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ ও আমতলী সরকারী কলেজের চারিপাশ ঝোপজারে পরিপুর্ণ। পৌর শহরের ময়লা আবর্জনায় পরিপুর্ণ ড্রেনেজ ও ডোবা-নালা যেন মশা তৈরি কারখানা।
আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ^াস বলেন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা না নিলে ডেঙ্গু ভাইরাস উপজেলার সর্বত্র ছড়িয়ে পরবে। দ্রুত ময়লা আবর্জনায় পরিপুর্ণ ড্রেনেজ ও ডোবা-নালা পরিস্কার পরিছন্নের দাবী জানান তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদুল আলম ইরাম বলেন, গত ১৮ দিনে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ২৫ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। তিনি আরো বলেন, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসায় পর্যাপ্ত ঔষধপত্র হাসপাতালে মজুদ রয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর শহরের ড্রেনেজ, ডোবা- নালা ও ঝোপজার পরিস্কার পরিছন্ন করাসহ এডিস মশা প্রতিরোধে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এডিস মশা প্রতিরোধে পৌরসভার মেয়রসহ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের স্ব-স্ব এলাকা পরিস্কার পরিছন্নসহ মানুষকে সচেতন করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, দ্রুত উপজেলা শহর পরিস্কার পরিছন্নসহ মশা নিধক যন্ত্র দিয়ে স্প্রেরে করা হবে।
এমএইচকে/এমআর