গলাচিপায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা!
প্রথম পাতা »
পটুয়াখালী »
গলাচিপায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা!
বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০২৩
গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বনদস্যুরা দুটি সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির কয়েক কোটি টাকা মূল্যেও সরকারি গাছ সাবাড় করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই দুটি সড়কের প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে এখন হাতে গোণা কয়েকটি ছাড়া আর কোনো গাছ নেই। বনবিভাগ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় একটি স্বমিল থেকে কয়েকটি গাছের খন্ড জব্দ করলেও বনদস্যুদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রতনদী-তালতলী ইউনিয়নের মাটিভাঙা থেকে বন্যাতলী এবং বন্যাতলী থেকে উলানিয়া বাজার পর্যন্ত দীর্ঘ সড়ক দুটির দুই পাশে কয়েক বছর আগেও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন বৃক্ষ সম্পদ ছিল। এছাড়া গাববুনিয়া মাদ্রাসার পাশেও প্রচুর গাছ ছিল। বিভিন্ন সময়ে বনবিভাগ সামাজিক বনায়নসহ বিভিন্ন প্রকল্পের আওতায় এসব বনায়ন করে। বনায়নের প্রায় সকল গাছ বহু আগেই পরিপক্ক হয়ে উঠেছে। কিন্তু গত তিন-চার বছরে সড়ক দুটি প্রায় বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই ইউনিয়নেই পরিপক্ক গাছ উজার করার জন্য একটি বনদস্যুচক্র গড়ে উঠেছে। তাদের সঙ্গে স্থানীয় স্বমিল মালিক ও বনবিভাগের দুর্নীতিবাজদের আতাত গড়ে ওঠে। তারা যৌথভাবে সড়কের দুই পাশের অধিকাংশ গাছ এরই মধ্যে উজার করে দিয়েছে। এই চক্রটি অনেক সময়ে ঝড় বৃষ্টিতে গাছ কাত হয়ে পড়ার সুযোগ নেয়। একটি গাছ কাত হয়ে পড়লে বনদস্যুরা দশটি গাছ কেটে নেয়। অনেক সময় বনকর্মীরা হাতে গোনা দু চারটি গাছের নিলামে উঠিয়ে বৃক্ষ উজার জায়েজ করে নেয়।
জানা গেছে, দিন দুপুরে বৃক্ষসম্পদ উজারে এলাকার বেশ কিছু মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। তারাই বুধবার স্থানীয় একটি স্বমিলে চেরাই করার জন্য স্তুপ করা গাছ উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আনে এবং প্রশাসনের নির্দেশে বনবিভাগ স্বমিল থেকে কাটা গাছ জব্দ করতে বাধ্য হয়।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বনদস্যুতার সঙ্গে জড়িত সন্দেহে এবিষয়ে একাধিক যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গাছ উজার করা অস্বীকার করে। উল্টো তারা বনকর্মীদেরই দোষারোপ করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বনবিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার খবর শোনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে সরেজমিনে রতনদী-তালতলীর স্থানীয় একটি স্বমিল থেকে বেশ কিছু মেহগনি ও শিশু কাটা গাছ জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি গাছ কাটার কথা শুনে সাথে সাথে গলাচিপা রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি।
এসআর/এমআর
বাংলাদেশ সময়: ২৩:১০:৪৭ ●
৭৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)