বামনায় টিআর ও কাবিখা‘ প্রকল্পে লুটপাটের অভিযোগ!

প্রথম পাতা » বরগুনা » বামনায় টিআর ও কাবিখা‘ প্রকল্পে লুটপাটের অভিযোগ!
বুধবার ● ১২ জুলাই ২০২৩


বামনায় টিআর ও কাবিখা‘ প্রকল্পে লুটপাটের অভিযোগ!

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরে বরাদ্দ দেওয়া গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনের(টিআর)৯০ লাখ টাকা ও  গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) প্রকল্পের ৩০০ মে.টন চাল বিভিন্ন ভৌতিক প্রকল্প তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে আত্মসাত করার অভিযোগ তোলে স্থানীয় জনপ্রতিনিধিরা।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা গত ৪জুলাই বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার পরে বিষয়টি জানাজানি হয়। পরে বরগুনা জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য আত্মসাতকৃত টাকা ফেরত দেওয়ার জন্য বামনার ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন।

জানাযায় আজ বুধবার পর্যন্ত আতœসাতকৃত টাকা থেকে  ১ কোটি ২লাখ ৫০ হাজার টাকা ইউএনও এবং পিআইওর যৌথ ব্যাংক হিসাবে জমা হয়েছে।

আত্মসাতের বিষয়টি জানাজানি হলে টাকা ও চাল ফেরত দেওয়ার জন্য বরগুনা জেলা প্রশাসকের নির্দেশ দেওয়ার পরে অবিক্রিত ১৫০ মে.টন চাল খাদ্য গুদামে ফেরত পাঠানো হয়। আর আত্মসাতকৃত ১৫০ মে.টন চালের ৭২ লাখ টাকা ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ ব্যাংক হিসাবে জমাদানের নির্দেশ দেওয়া হয়। তবে ওই টাকা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাবিখার চাল বিক্রি বাবদ ৪৫ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

আতœসাধকৃতদের বিরুদ্ধে এখনও কোন আইনী ব্যবস্থা না নেওয়ায় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষরা চায়ের টেবিলে আলোচনায় বলেন পাঁচ টাকার কলা চুরি করে খেলে জেল হয় কিন্তু সরকারের কোটি টাকা চুরি করে ধরা পরলেও আমদুধের ভাত খায়।

বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ বলেন আতœসাধকৃত সমুদয় টাকা আগামী ১ সপ্তাহের মধ্যে জমা না করলে আমরা জনপ্রতিনিধিরা মানববন্ধনসহ নানাবিধ কর্মসূচী দিবো।

স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন জানান, আমি ভৌতিক প্রকল্পের আতœসাধকৃত সমুদয় টাকা ইউএনও এবং পিআইওর যৌথ ব্যাংক হিসাবে ১ সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৫ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ