টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা ভাতিজা আহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা ভাতিজা আহত
বুধবার ● ১২ জুলাই ২০২৩


টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা ভাতিজা আহত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত মামলায় গোপালগঞ্জ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় চাচাদের মারপিটে গুরুত্বর হয়েছে মো: দ্বিন ইসলাম মোল্লা ও তার অন্য চাচা হেকমত আলী মোল্লা। আহত মো: দ্বীন ইসলাম মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার পাতগাতী গ্রামের হেমায়ের মোল্লার ছেলে এবং হেকমত আলী মোল্লা একই গ্রামের আরজ আলীর ছেলে।
বুধবার (১২জুলাই) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ আদালতে আসার পথে সদর থানার চরবয়রা রেল স্টেশন সামনে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটের ঘটনায় আহত হেকমতের অবস্থা আশংকাজক।
ভুক্তভোগী আহত দ্বিন ইসলাম মোল্লা বলেন, আমার চাচা ওমর আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। আজ সেই মামলার আগ্রুমেন্টের তারিখ ছিল। আমি ও আমার চাচা হেকমত আলী মোল্লা সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ আদালতে আসার সময় গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা রেল স্টেশনের সামনে এলে মাহমুদ, জোবায়ের  ও আমার চাচা ওমর আলী মোল্লাসহ প্রায় ৯ জন সন্ত্রাসী বাহীনি আমার ভ্যানগাড়ির গতিরোধ করে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমাকে  হত্যার উদ্দেশ্যে একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে রেল স্টেশনে যাওয়ার পথে গাড়িটির একটি চাকা মাটিতে ডেবে যাওয়ার ও আমার চিৎকারে পথলোকজন এসে আমাকে উদ্ধার করে। আমার চাচা হেকমত আলী মোল্লা’র অবস্থা আশংকাজনক তিনি ওপারেশন থিয়েটারে রয়েছেন। আমরা এব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।
গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, এ ব্যপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২১:৪৮ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ