নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ১০ জুলাই ২০২৩


নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ ( পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে পণ্যে মোড়ক না থাকা ও মেয়াদোত্তীর্ণ  খাদ্য বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
সোমবার (১০ জুলাই) দুপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।   নেছারাবাদের সেনিটারী ইন্সপেক্টর গাজী মো.হারুন অর রশিদ ও থানা পুলিশের সহায়তায় সহকারী পরিচালক উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনিকা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, রানা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৪ হাজার  টাকা ও উজ্জ্বল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন । সহকারী পরিচালক দেবাশীষ রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নেছারাবাদে জনস্বার্থে এ অভিযান আরো জোরদার করা হবে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৮ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ