দুমকিতে আ‘লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮নেতাকর্মী বহিস্কার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে আ‘লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮নেতাকর্মী বহিস্কার
শুক্রবার ● ৭ জুলাই ২০২৩


দুমকিতে আ‘লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮নেতাকর্মী বহিস্কার

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকি উপজেলায় দু‘টি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলীয় প্রার্থীর বিরোাধীতা করায় আ‘লীগের ৮জনকে বহি:স্কার করা হয়েছে। গতকাল বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ‘লীগ ও ইউনিয়ন আ‘লীগের যৌথ সভায় জেলা আ‘লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি ও নির্দেশক্রমে ২নং লেবুখালী ইউনিয়নে ২জন এবং ৫নং শ্রীরামপুর ইউনিয়নে ১জন বিদ্রোহী প্রার্থীসহ উপজেলা আ‘লীগ ও সহযোগী সংগঠনের ৮নেতা-কর্মীকে বহি:স্কার করা হয়েছে। বহি:স্কৃতরা হলো-উপজেলা আ‘লীগের সহ সভাপতি মো: ওয়াহিদুর রহমান শহিদ মুন্সী, মো: ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুচ আলী মৃধা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুজ্জামান মোল্লা, শ্রীরামপুর ৮নং ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার, লেবুখালী ইউনিয়ন আ‘লীগের সদস্য জলিলুর রহমান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক আজাহার আলী মৃধা। দুমকি উপজেলা আ‘লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত বহি:স্কারাদেশে বলা হয়, আসন্ন ২নং লেবুখালী ইউপিতে নৌকার প্রার্থী মো: তুহিন আকন ও ৫নং শ্রীরামপুর ইউপিতে আমিনুল ইসলাম ছালামের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংবিধাণের ৪৭ (১১)ধারা মোতাবেক তাদের প্রাথমিক সদস্য সহ সকল পদ-পদবী থেকে বহি:স্কার করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা আ‘লীগের বুধবারের জরুরী সভায় পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার সোহরাব হোসেন উপস্থিত থেকে বিদ্রোহী প্রার্থীতার কারনে উপজেলা কৃষক লীগের আহবায়ক আজাহার আলী মৃধাকে বহি:স্কারের ঘোষনা দেন।

এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:৪০ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ