তালতলীতে নদীতে ডুবে জেলের মৃত্যু!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে নদীতে ডুবে জেলের মৃত্যু!
শুক্রবার ● ৭ জুলাই ২০২৩


তালতলীতে নদীতে ডুবে জেলের মৃত্যু!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলীতে নদীতে মাছ শিকারে গিয়ে রশিতে পা আটকে পায়রা নদীতে ডুবে জাকির সিকদার (৩০) নামের এক জেলের নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদী থেকে তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে।
জানাগেছে, উপজেলার  জাকিরতবক গ্রামের মেসের আলী সিকদারের ছেলে জাকির সিকদার তেঁতুলবাড়িয়া এলাকার সগির মিয়ার ট্রলারে জেলে হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে ওই ট্রলার মাছ শিকারে পায়রা নদীতে যায়। ওই নদীতে জাল ফেলতে গিয়ে নোঙ্গরের রশিতে পা আটকে জাকির নদীতে পড়ে যায়। এরপর থেকে তিনি নিখোজ হয়। ট্রলারের অন্য জেলেরা তাকে নদীতে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টার পর তারা তার মরদেহ ওই নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ থানায় নিয়ে আসে। ওই দিন বিকেলে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, জেলে জাকিরের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ