আমতলীতে পুর্ণিমার জোঁ‘তে নিম্নাঞ্চল প্লাবিত!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে পুর্ণিমার জোঁ‘তে নিম্নাঞ্চল প্লাবিত!
শুক্রবার ● ৭ জুলাই ২০২৩


আমতলীতে পুর্ণিমার জোঁ‘তে নি¤œাঞ্চল প্লাবিত!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে আমতলী ও তালতলীর উপকুলীয় চর ও নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর উপজেলার চর ও নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা কষ্টে জীবনযাপন করছে। তালতলীর নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট, পৌর শহরের আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অপর দিকে আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে।
ভুক্তভোগী আল আমিন, আব্দুল সোবাহান ও রিয়াজ মল্লিক বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় চলাচলে বেশ সমস্যা হয়েছে। কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে কিনারে উঠতে হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আমতলী ফেরিঘাট এলাকা ঘুরে দেখাগেছে, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ঘর তলিয়ে গেছে। ছেলে সন্তান নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।
পায়রা ফেরিঘাটের ইজারাদার মোঃ হাসান বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে গ্যাংওয়ে দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার গাড়ী ফেরিতে উঠতে পারছে না।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু কোথাও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করেনি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:০৬ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ