আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
ভুমি দস্যু, চাঁদাবাজ, জাল জালিয়াত চক্রের হোতা ও খুনি বাবা খালেক সরদারের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মেয়ে রাহিমা বেগম ও জামাতা নাশির খলিফাসহ এলাকাবাসী। বুধবার বেলা ১১ টায় আমতলীর আমড়াগাছিয়া বাজারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
জানাগেছে, আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের ১২ একর জমি রয়েছে। ওই জমি ভুমি দস্যু খালেক সরদার জাল জালিয়াতির মাধ্যমে গত ৩০ বছর ধরে জোরপুর্বক ভোগ দখল করে আসছে। পানি উন্নয়ন বোর্ড ইজারা দিলেও ওই জমি খালেক সরদার কাউকে ভোগদখল করতে দেন না এমন অভিযোগ ভুক্তভোগী তার মেয়ে রাহিমা বেগম, জামাতা নাশির খালিফা , তাসলিমা বেগম, রুনু বেগম, লিপি বেগম, পপি, আরমান, রিয়াদ, রাকিব সরদার, আলাউদ্দিন ও শাকিল সরদারের। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন ওই বাজারে কেউ জমি বিক্রি করতে গেলে খালেক সরদার চাঁদা দাবী করেন। তাকে চাঁদা না দিলে কেউ জমি বিক্রি করতে পারেন না। এলাকায় তিনি ভুমি দস্যু হিসেবে পরিচিত। তাকে চাঁদা না দিলে তিনি মিথ্যা মামলা দিয়ে ভুক্তভোগীদের হয়রানী ও মারধর করছেন। এই জমির জন্য খালেক সরদার তার আপন ভাইয়ের ছেলে কালামিয়া সরদারকে ১৯৮৪ সালে হত্যা করেছে। বুধবার ভুমি দস্যু, চাঁদাবাজ, জাল জালিয়াত চক্রের হোতা ও খুনি খালেক সরদারের বিচার দাবী করে তার মেয়ে রহিমা বেগম ও জামাতা নাশির খলিফাসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। জামাতা নাশির খলিফার সভাপতিত্বে মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ফারুক সরদার, সফিকুল ইসলাম রানা, আব্দুস ছত্তার প্যাদা, আলাউদ্দিন, শহিদুল আলম, রওশনা বেগম, মন্টু সরদার ও মোকলেসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে খালেক সরদারের মেয়ে রাহিমা বেগম বলেন, আমারা বাবা এলাকা চিহিৃত ভুমি দস্যু। তিনি পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর জমি জাল জালিয়াতির মাধ্যমে জোরপুর্বক দখল করে আসছে। তার কারনে এলাকার মানুষ অতিষ্ঠ। জমির জন্য আমার বাবা তার আপন ভাইয়ের ছেলে কালামিয়া সরদারকে হত্যা করেছে। ওই মামলার বেশ কয়েক বছর জেল হাজতে ছিলেন। আমড়াগাছিয়া বাজারের কেউ জমি বিক্রি করলে তাকে চাঁদা দিতে হয়, নইলে তিনি জমি বিক্রি করতে দেন না। জমি নিয়ে এলাকার অন্তত শতাধিক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমার শ্বশুর বাড়ীর জমি জোরপূর্বক গত ২০ বছর ধরে ভোগদখল করছে। আমার স্বামী নাশির খলিফা ও আমি এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে বাবা ৪৭ টি মিথ্যা মামলা দিয়েছে। আমি আমার বাবার এমন অপকর্মের বিচার চাই।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খালেক সরদারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর