বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের ৬ প্রার্থী

প্রথম পাতা » বরিশাল » বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের ৬ প্রার্থী
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

বরিশাল সাগরকন্যা অফিস॥
বরিশালের নয় উপজেলার মধ্যে ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। জেলার রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আখতার শুক্রবার তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন বরিশাল সদর উপজেলায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, আগৈলঝারায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন্নাহার মেরী, বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু, বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুক ও মুলাদীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান খান মিঠু। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদে সদর উপজেলায় আনোয়ার হোসেন ও বানারীপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এদিকে মুলাদী উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ আলীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। এ ছাড়া অন্য তিন উপজেলায় বিজয়ীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেখানে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। এসব উপজেলায় আগামি ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৬ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ