পিরোজপুরে ৮গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ৮গ্রামে ঈদুল আজহা উদযাপন
বুধবার ● ২৮ জুন ২০২৩


পিরোজপুরে ৮গ্রামে ঈদুল আজহা উদযাপন

পিরোজপুর (সাগরকন্যা) সাগরকন্যা প্রতিনিধি॥

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পিরোজপুরের মঠবাড়িয়া, কাউখালী ও নাজিরপুর উপজেলার আট গ্রামের ৭০০ পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এসব উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর কোরবানি করেন মুসল্লিরা। এসব এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠাবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ৬০০ পরিবার ১৩০ বছর ধরে শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মরহুম হজরত মাওলানা জান শরিফ ওরফে শাহে আহম্মদ আলীর অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করে আসছে। সকাল ৯টায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ও সাড়ে আটটায় কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের জামাত হয়।এছাড়া কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে ৪০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭০টি পরিবার ঈদ উদ্‌যাপন করছে।সকাল সোয়া আটটায় কাউখালী উপজেলার শিয়ালকাঠির মোল্লাবাড়ি মসজিদ উদ তাকওয়া জামে মসজিদে  ঈদুল আজহার নামাজ পড়ান মাওলানা মহিউদ্দিন।তিনি বলেন, ২০১০ সাল থেকে তাঁরা বিশ্বের যেকোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৮ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ