স্বরূপকাঠীতে ট্যুর অপারেটদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রথম পাতা » পিরোজপুর » স্বরূপকাঠীতে ট্যুর অপারেটদের সাথে ইউএনও’র মতবিনিময়
সোমবার ● ২৬ জুন ২০২৩


স্বরূপকাঠীতে ট্যুর অপারেটদের সাথে ইউএনও’র মতবিনিময়

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পর্যটন উন্নয়ন নিয়ে স্বরূপকাঠী ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর ট্যুর অপারেটদের সাথে আলোচনা সভা করেছেন ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার। সোমবার (২৬ জুন) সকালে ইউএনও এর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ট্যুর অপারেটররা অত্র উপজেলার পর্যটন কেন্দ্রীক এলাকার পর্যটনের বিকাশে ঐতিহ্যকে তুলে ধরে মেলার আয়োজন করা, পর্যটন এলাকার রাস্থার পাশে ট্যুরিস্টদের জন্য বেঞ্চ ও ওয়াসরুমের তৈরী করা, স্থানীয় ভাবে গড়ে উঠা পার্কের শৃংখলা বৃদ্ধি করা, পার্কে আসা পর্যটকদের অতিরক্তি সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রন করা, যত্রতত্র পলিথিন ও খাবারের ওয়ানটাইম প্যাকেট যত্রতত্র না ফেলা, ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাসহ পর্যটন এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নানা মতামত তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সহযোগীতা চেয়ে ইউএনও’র কাছে দাবি জানায়।
এসময় ইউএনও ট্যুর অপারেটদের দাবির সাথে একমত পোষন করে স্থানীয় পর্যটনের উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন, পাশাপাশি সরকারি কর্মকান্ড বাস্তবায়নে স্থানীয় ট্যুর অপারেটদের সহযোগীতা কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, স্বরূপকাঠী ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর আহবায়ক মো. আসাদুজ্জামানসহ সংগঠনের অণ্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৭:০১ ● ২৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ