চরফ্যাশনে প্রধানমন্ত্রী মানবিক উন্নয়ন সহায়তা বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে প্রধানমন্ত্রী মানবিক উন্নয়ন সহায়তা বিতরণ
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩


চরফ্যাশনে প্রধানমন্ত্রী মানবিক উন্নয়ন সহায়তা বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উন্নয়ন সহায়তা ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ২০২২-২০২৩ অর্থ বছরের ১৮ নং আব্দুল্লাহপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আল এমরান প্রিন্স চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। জেলেদের জন্যে সরকারি ভাবে ৬৫দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সকল জেলেদের জন্যে সরকারি ভাবে জনপ্রতি ৫৭কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের উপস্থিতিতে গভীর সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়। সুবিধাভোগী আলী হোসেন মাঝি বলেন, আমাদেরকে সরকার মাছধরা নিষিদ্ধের পরিবর্তে ৫৭কেজি করে চাল বরাদ্দ করেছেন। আমি আজ সেই চাল পেয়েছি।
আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আল এমরান প্রিন্স বলেন, আমি সরকারি চাল বরাদ্দ যা পাবে তাই বিতরণ করছি। সকল জেলেদেরকে দেয়ার জন্যে আমার চেষ্টা অব্যহত থাকবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০৪ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ