নেছারাবাদে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩


নেছারাবাদে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে “গ্রামীণ উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে গ্রামীন উন্নয়নে পর্যটনের ভূমিকা, সম্ভাবনা ও করনীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের বাংলাদেশ টুরিজম বোর্ডের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান।
ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন তৈমুর, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, স্বরূপকাঠী ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস) এর আহবায়ক সাংবাদিক মো. আসাদুজ্জামান প্রমুখ

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৮ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ