৪০ বছর পর বাড়িতে যাওয়ার পথে চলন্ত ট্রেনে মৃত্যু

প্রথম পাতা » রংপুর » ৪০ বছর পর বাড়িতে যাওয়ার পথে চলন্ত ট্রেনে মৃত্যু
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

ডোমার (নীলফামারী) সাগরকন্যা প্রতিনিধি॥
জয়পুরহাট থেকে ডোমার আসার পথে ট্রেনেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি। তোফাজ্জল হোসেন দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের মৃত. আব্দুস সামাদের ছেলে। শুক্রবার ভোররাতে খুলনা থেকে ডোমারগামী রকেট মেইলে ঘটনাটি ঘটে। তার নিকট আত্মীয় একই গ্রামের মনোয়ার হোসেন জানান, ছোট বেলায় অভিমান করে প্রায় ৪০ বছর আগে সে নিরুদ্দেশ হয়। অনেক খুজাখুজির পর তাকে জয়পুরহাটে পাওয়া যায়। তখন থেকেই সে জয়পুরহাটেই বসবাস করে আসছিল। সেখানেই সে ভোটার হয়েছে। হয়ত বুঝতে পেরেছিল তার শরীরের অবস্থা ভালো না তাই ৪০ বছর পর নিজের মানুষদের এক নজর দেখার জন্য এলাকায় আসার জন্য সে উদগ্রীব হয়ে ছিল। বৃহস্পতিবার রাতে স্বজনদের দেখার জন্য রকেট মেইলে ডোমারের টিকিট কাটে সে। ডোমার আসার পথে নীলফামারী পার হওয়ার পরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মারা যান তিনি। পরে যাত্রীরা তার টিকিট সনাক্ত করে ডোমার রেল স্টেশনে তার নিথরদেহটি নামিয়ে দেয়। সেখানে তার মোবাইলে নম্বর পেয়ে মানুষজন আমাদের খবর দিলে আমরা স্টেশনে এসে তাকে চিনতে পারি। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন জানান, তার মোবাইলে আমার নম্বর পেয়ে মানুষজন আমাকে খবর দেয়। আমি ভোরেই ডোমার স্টেশনে চলে আসি। ডোমার স্টেশন মাস্টার আব্দুল মতিন লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। সৈয়দপুর রেলওয়ে পুলিশের এ এসআই আশরাফ হোসেন মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, যেহেতু তার আত্মীয়রা তাকে সনাক্ত করেছে তাই মৃত দেহটি তাদের আত্মীয় মনোয়ার ও গিয়াস উদ্দিনের কাছে সকালে হস্তান্তর করা হয়েছে। তাদের আত্মীয়রা জানান, সে আমাদের দেখার জন্য এলাকায় আসছিল কিন্তু আমরা তাকে দেখতে পারলেও সে আর কখনো আমাদের দেখতে পারবেনা। এ ঘটনায় স্টেশনে নিরবতা নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৩৭ ● ৪৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ