কাশিয়ানিতে মৃত দেখিয়ে বিধবার ভাতা কর্তণের অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কাশিয়ানিতে মৃত দেখিয়ে বিধবার ভাতা কর্তণের অভিযোগ!
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩


কাশিয়ানিতে মৃত দেখিয়ে বিধবার ভাতা কর্তণের অভিযোগ!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে কাশিয়ানি উপজেলার রাহুথর গ্রামের মনোয়ারা বেগমকে মৃত দেখিয়ে বিধবার ভাতার টাকার নাম কর্তনের অভিযোগ পাওয়া গেছে। নাম কেটে তদস্থলে অন্যকে দেওয়া হয়েছে। ভুক্তভোগী এখন তার ভাতা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। মনোয়ারা বেগম কাশিয়ানি উপজেলার হাতিয়ারা গ্রামের মৃত হাবিল ফকিরের স্ত্রী।
ভুক্তভোগী মনোয়ারা বেগম অভিযোগ করে জানান, তার স্বামী মৃত্যুর পরে অন্ধ প্রতিবন্ধি ছেলেদের নিয়ে কষ্টে জীবন পার করছিল সে। পরে ২০১৭ সালে তাকে একটি বিধবার ভাতার কার্ড করে দেন ইউনিয়ন পরিষদ। গত বছর নির্বাচনের পর ৩ নং ওয়ার্ডের নতুন মেম্বার জামাল তাকে (মনোয়ারা) মৃত দেখিয়ে বিধবা কার্ডটি কেটে দেয়। ভাতা বঞ্চিতের কারণে তিনি এখন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেদের নিয়ে এখন অনেক কষ্টে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন।
হাতিয়ারা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার জামাল বলেন, আমার ওয়ার্ডের মনোয়ারা বেগম নামে তিনজন রয়েছে। ভুলবসত: মৃত্যু মনোয়ারার পরিবর্তে তার নাম কর্তন হয়েছে। মৃত্যু হয়েছে অন্য এক মনোয়ারা বেগম। বিষয়টি সংশোধন করা হয়েছে এবং তিনি দ্রুত আবার বিধবা ভাতা ফিরে পাবেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:১১ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ