নেছারাবাদে জমির বিরোধে পুল ভেঙ্গে ফেলল প্রতিপক্ষ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জমির বিরোধে পুল ভেঙ্গে ফেলল প্রতিপক্ষ
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩


নেছারাবাদে জমির বিরোধে পুল ভেঙ্গে ফেলল প্রতিপক্ষ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে যাতায়াতের জন্য পৌরসভা কর্তৃক দেয়া পুল ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষ। এতে প্রায় ১৫ টি পরিবারের যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার ৫নং ওয়ার্ডের আকলম মধ্য বাজার এলাকায়।
জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার আব্দুস ছত্তার মিয়ার ছেলে রবিউলদের সাথে প্রতিবেশি আব্দুল গাফফার মিয়ার ছেলে নিজামদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। উভয় পক্ষের বিরোধ মিমাংসায় স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শালিস বৈঠকের সিদ্ধান্তনুযায়ী আমিনদ্বারা জমি জরিপের কাজ শেষ পর্যায়। কিন্তু হঠাৎ করে  সোমবার (১২ জুন) বিকালে জমির বিরোধ মিমাংসার পূর্বেই নিজামের তিন বোন রিনি, মিনি ও মাহিনুর কয়েকজনকে নিয়ে রবিউলদের চলাচলের জন্য পৌরসভা থেকে দেয়া লোহার বিম ও কাঠ দিয়ে তৈরি পুলটি ভেঙ্গে পানিতে ফেলে দেয়। এতে করে রবিউলের পরিবারসহ ওই বাড়ির আরও ১৫ টি পরিবারের লোকজনের চলাচল করতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, নিজামদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ আছে এবং বিরোধ মিমাংসার জন্য জমি জরিপ করার কাজ শেষ পর্যায়ে। এখন হঠাৎ করে নিজাম ও তার পরিবারের লোকজন এই মাপ মানেনা বলিয়া আমাদের চলাচলের পুলটি ভেঙ্গে ফেলে দিয়েছে। এখন আমরা বাড়ী থেকে বের হতে পারছিনা। পুল ভাঙ্গার অভিযোগ স্বীকার করে নিজামের দুই বোন রিনি ও মিনি বলেন, আমাদের জায়গার পুল আমরা ভেঙ্গে ফেলেছি তাতে ওদের কি। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাজী মো. ওয়াহিদুজ্জামান বলেন, পুল ভাঙ্গার ঘটনাটি শুনে ঘটনাস্থলে গিয়ে পুলটি ভাঙ্গা অবস্থায় দেখতে পাই। স্থাণীয় গাফফার মিয়ার মেয়েরা পুলটি ভেঙ্গে ফেলেছে এবং তারা অত্যান্ত উৎশৃংখল ও ঝগড়াটে প্রকৃতির। পুল ভাঙ্গার বিষয়টি অত্যান্ত ন্যাক্কার জনক। মেয়র মহোদয় ঢাকায় আছেন তিনি বাড়ীতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:১৫ ● ৩৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ