গলাচিপায় অবশেষে কাঁঠাল চুরিতে মামলা!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অবশেষে কাঁঠাল চুরিতে মামলা!
রবিবার ● ১১ জুন ২০২৩


গলাচিপায় অবশেষে কাঁঠাল চুরিতে মামলা!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন প্রকারের ফল চুরি করায় চোরকে জিজ্ঞাসাবাদ করলে ফল গাছের মালিক মো. হারুন হাওলাদার (৫৫) কে প্রতিপক্ষরা মারধর করে। পরে এলাকাবাসী হারুন হাওলাদারকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হারুন হাওলাদারে ডান হাতের অবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এতে হারুন হাওলাদার বাদী হয়ে ৮ জুন গলাচিপা থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৭।
গলাচিপা থানা পুলিশ শাওন মুন্সীকে ওই রাতেই গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের উত্তর পক্ষিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ফয়জর হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আসামীরা অত্যন্ত খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আইন কানুন কোন কিছুই তোয়াক্কা করে না। গায়ের জোরে চলে। মানুষের ক্ষতি সাধন করাই তাদের কাজ। এতে আসামীদের বিভিন্ন অপকর্মের কথা মামলায় ব্যাখ্যা করা হয়।
এ বিষয়ে মামলার বাদী হারুন হাওলাদার বলেন, আমাকে মামলার আসামীরা মেরে পঙ্গু করে দিয়েছে। গলাচিপা থানা পুলিশ আমার মামলা নিয়ে তাৎক্ষনিক একজনকে ধরে এনেছে। থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৪ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ