নেছারাবাদে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্যুর প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্যুর প্রশিক্ষণ
শনিবার ● ১০ জুন ২০২৩


নেছারাবাদে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্যুর প্রশিক্ষণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে নেছারাবাদে “চতুর্থ শিল্প বিপ্লবে পর্যটনে আতিথেয়তার দৃষ্টিকোণ”  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলার চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন অনুষ্ঠানে স্বরূপকাঠীর “ট্যুর অপারেটর এসোসিয়েশন (ট্যুয়াস)” এর আহবায়ক মো. আসাদুজ্জামান এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারি পরিচালক মো. মহিবুল ইসলাম এবং ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষন প্রদান করেন এটুআই প্রকল্পের সহকারী প্রোগ্রামার মোঃ রিয়াজুল ইসলাম। ২ ঘন্টা ব্যাপী ওই প্রশিক্ষণে উপজেলার ট্যুর অপারেটর, গাইড ও বিভিন্ন শ্রেনী পেশার ৬০জন লোক অংশ নেয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৫৪ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ