আমতলী-কুয়াকাটা সড়কে ট্রলি উল্টে তিন ঘন্টা যান চলাচল বন্ধ

প্রথম পাতা » বরগুনা » আমতলী-কুয়াকাটা সড়কে ট্রলি উল্টে তিন ঘন্টা যান চলাচল বন্ধ
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
রড বোঝাই অবৈধ ট্রলি উল্টে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল আমতলী-কুয়াকাটা মহাসড়ক। প্রত্যক্ষদর্শিরা জানান, বৃহস্পতিবার রাতে আমতলী- কুয়াকাটা মহাসড়কের ছুড়িকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে আমতলী- কুয়াকাটা মহাসড়কে একটি রড বোঝাই ট্রলি অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝখানে উল্টে পড়ে যায়। এতে কেহ আহত না হলেও তিন ঘন্টা এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় রাস্তার দুই দিকে শত-শত যাত্রীবাহী ও পর্যটকবাহী গাড়ীর জ্যাম লেগে যায়। পরে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দূর্ঘটনা কবলিত রড বোঝাই ট্রলিটি সড়ক থেকে সরিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদর্শি জাকির হোসেন মৃধা জানান, আমতলী থেকে রড বোঝাই একটি ট্রলি বেপরোয়া গতিতে চালিয়ে ঘটনাস্থলে এসে অটো রিক্সাকে সাইট দিতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ে যায়।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন ঘটনাস্থল থেকে রড বোঝাই ট্রলি গাড়ীটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হযেছে।

বাংলাদেশ সময়: ১৩:২১:৩৯ ● ৭০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ