নেছারাবাদে জেলেদের মাঝে গরু ও জাল বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জেলেদের মাঝে গরু ও জাল বিতরণ
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩


নেছারাবাদে জেলেদের মাঝে গরু ও জাল বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে মৎস্য অধিদপ্তরাধীন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৪র্থ ধাপে ১৭জন জেলেদের মাঝে গরু (বাছুর) ও ৮০ জন জেলের মাঝে ১৬ টি বেড় জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে ওই গরু এবং জাল বিতরণ করেন। বিতরণকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস, মৎস্য অফিসের হিসাব রক্ষক মো. ফিরোজ আহম্মেদসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে ৩টি ধাপে ৫১ জন জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৮:২০ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ