টুঙ্গিপাড়ায় জমি দখল করে বাথরুম নির্মাণের অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » টুঙ্গিপাড়ায় জমি দখল করে বাথরুম নির্মাণের অভিযোগ
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩


টুঙ্গিপাড়ায় জমি দখল করে বাথরুম নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জোরপূর্বক ভুমি দখল করে বাথরুম নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।
নাজিরপুর উপজেলার পোনাখালি গ্রামের আক্কাজ আলী শেখের ছেলে মো: শামিম হাসান শেখের ক্রয়কৃত ১০শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে বাথরুম নির্মাণ করছে পাতগাতি দক্ষিনপাড়া গ্রামের চাঁন মিয়া শেখের ছেল শেখ আরিচ হাসান, সেলিম শেখ, শাহিন শেখ ও নাছিম শেখ। এমন ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী মো: শামীম হাসান বলেন, পাটগাতি মৌজায়  বিআরএস ২২৮১ দাগে ১০ শতাংশ জমি ক্রয় করি। সম্প্রতি পাতগাতি দক্ষিনপাড়া গ্রামের চাঁন মিয়া শেখের ছেল মেখ আরিচ হাসান, সেলিম শেখ, শাহিন শেখ ও নাছিম শেখ আমার জমি দখলের পায়তারা করছে এবং সেখানে বাথরুম তৈলি করেছে। এ ব্যাপারে আমি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের দ্বারস্থ হলে তারা সালিসি করে আমাকে কোন মিমাংসা দিতে পারেনি। আমি অসহায় হওয়ায় আমার জমি জোর পূর্বক দখল করতে চাচ্ছে তারা। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও উর্ধ্বতন প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে শেখ আরিচ হাসানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৭ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ