কুয়াকাটায় পরিবেশ দিবসে বিচ ক্লিনিং

প্রথম পাতা » বিবিধ » কুয়াকাটায় পরিবেশ দিবসে বিচ ক্লিনিং
সোমবার ● ৫ জুন ২০২৩


কুয়াকাটায় পরিবেশ দিবসে বিচ ক্লিনিং

কুয়াকাটা(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘”পরিবেশ বাঁচলেই বাঁচবে পৃথিবী” এই শ্লোগানে বিচ ক্লিনিংয়ের আয়োজন করেন,সংগ্রামের উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের “বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব উপায় নিরাপদ শুটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ”শীর্ষক উপ প্রকল্পে আওতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় “প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে”
সোমবার(৫ এপ্রিল) বিকেল চারটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে এই ক্লিনিং শুরু করা হয়। পরে জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে ফ্রাই মার্কেট পর্যন্ত পরিস্কার করে ফের জিরো পয়েন্টে এসে শেষ হয়।

কুয়াকাটা সৈকতকে পরিস্কার রাখতে এই ক্লিনিংয়ে অংশগ্রহন করেন সংগ্রাম,পরিবেশ ক্লাবের সদস্যরা, স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুরিস্ট পুলিশ, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণীপেশার প্রায় শতাধিক মানুষ। এ ক্লিনিংয়ে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সাব ইন্সপেক্টর ইদ্রিস রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)ডিরেক্টর অর্গানাইজ আবুল হোসেন রাজু,টেকনিক্যাল অফিসার, এসইপি,সংগ্রাম রাজিব সরকার,পরিবেশ কমকর্তা,এসইপি,ওয়াশিম আকরাম আকাশ,রিপোটিং এএ ডকুমেন্টেশন অফিসার এসইপি সংগ্রাম,সজল যিত প্রমুখ।

এসময় বক্তারা বলেন,আজকের সংগ্রাম-এসিপির উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিবেশ দিবস পালন ২০২৩ পালন করতে পারে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আমাদের সকলের সাথে সৈকতকে সুন্দর রাখতে তারাও যে একাত্মতা প্রকাশ করেছে সেজন্য আমরা কৃতজ্ঞতা। আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কিছুটা হলেও সাধারণ মানুষ  সচেতন হয়েছে।এছাড়াও পর্যটকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ তারা।


এএইচএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৪১ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ