নেছারাবাদে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
সোমবার ● ৫ জুন ২০২৩


নেছারাবাদে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

”অভাব নয়, লোভই সীমাহীন দুর্নীতির প্রধান কারণ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর নেছারাবাদে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। তরুন প্রজম্মের মাঝে সততা, নৈতিকতা, নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী ওই বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। ”অভাব নয়, লোভই সীমাহীন দুর্নীতির প্রধান কারণ” বিতর্কের বিষয়ের পক্ষে  উপজেলার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি এবং বিপক্ষে আকলম মুসলিম মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিতর্কে বিপক্ষ দল বিজয়ী এবং পক্ষ দল রানার্স আপ হয়। বিজয়ী দলের কাজী জান্নাতুল মাওয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বিশেষ অতিথি সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপ-সহকারি পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স¤্রাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে  উপজেলা দুপ্রকের  সদস্য মো হযরত আলী হিরুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সম্পাদক মো. মহিবুল্লাহ, উপস্থিত ছিলেন সদস্য হালিমুর রহমান শাহিন, নিরঞ্জন হালদার, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:১০ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ