গোপালগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২
রবিবার ● ৪ জুন ২০২৩


গোপালগঞ্জে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে ৭ লক্ষাধিক জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ কামরুল ইসলাম এবং তার স্ত্রী হোসরেআরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সদর থানা পুলিশ। গ্রেফতার কামরুল ইসলাম রবগুরা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের মো: আব্দুল সালামের ছেলে। হোসনেআরা বেগম বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মোল্লারকুল গ্রামের চাঁনমিয়ার মেয়ে।
শনিবার (৩ জুন) গভির রাতে বেদগ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তদন্ত শিতল চন্দ্র পাল।
গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: মোহাইমিনুল ইসলাম বলেন, শনিবার গভির রাতে গোপণ সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা পুলিশ ও সদর থানা পুলিশ শহরের বেদগ্রাম দক্ষিনপাড়া হায়াত আলীর বাড়ির ৪র্থ তলা ফ্লাট থেকে ৭ লক্ষধিক জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ কামরুল ইসলাম এবং তার স্ত্রী হোসরেআরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগী কামরুল ইসলামের ভাই মো: ছগির হোসেন ওরফে শাহিন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধের গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:২০ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ