বামনায় উপ-নির্বাচনী আইনশৃখলা বিষয়ক সভা

প্রথম পাতা » বরগুনা » বামনায় উপ-নির্বাচনী আইনশৃখলা বিষয়ক সভা
শনিবার ● ৩ জুন ২০২৩


বামনায় উপ-নির্বাচনী আইনশৃখলা বিষয়ক সভা

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বলাইবুনিয়া নির্বাচনীয় এলাকায় সাধারণ ইউপি সদস্য পদে আগামী ১২ ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিন্ধীতা করছেন।
শনিবার বিকাল ৫টায় পশ্চিম বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বামনা থানার উদ্যোগে আইনশৃখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আইনশৃখলা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক সার্বিক বিষয় কবক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাব সভাপতি মো. নেছার উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মান্না, এসআই মো. রাসেদুর রহমান, সাধারন ইউপি সদস্য পদ প্রার্থী মোঃ আমিনুল ইসলাম কামাল, মোঃ হারুন অর রশিদ. মোঃ নাসির উদ্দিন ঝন্টু, মো. নিজাম উদ্দিন হাওলাদার, স্থাণীয় জনসাধারনের পক্ষে মো. সুমন মিয়া, মো. এমাদুল হক জোমাদ্দার, মো. সিদ্দিকুর রহমান, মমতাজ বেগম, আনোয়ারা প্রমূখ।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৩০ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ