নাজিরপুরে ব্যাবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ব্যাবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়!
বুধবার ● ৩১ মে ২০২৩


নাজিরপুরে ব্যাবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ২ শত থেকে ৪ শত টাকা করে  আদায় করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, ফর্মপূরনের সময় শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারনকৃত ফি দিয়ে পরীক্ষার্থী ফরম পুরণ করে। পরে ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত কোন টাকা নেয়ার কোন সূযোগ নাই। উপজেলার গাওখালী কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মারুফ হোসেন মিঠু জানায়, ব্যাবহারিক পরীক্ষার খাতা স্বাক্ষরের জন্য তাদের বিদ্যালয়ে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্ট শিক্ষক বিষয় প্রতি একশত টাকা করে নিয়েছেন। তবে ওই  প্রতিষ্ঠান  প্রধান  মো.  জাফর বাহাদুর ওই টাকা নেয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, ব্যাবহারিক পরীক্ষায় ২০-৫০ টাকা নিতে পারে। আমাদের সময় নিয়েছে। উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রুদ্র বেপারী জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক  প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ব্যাবহারিক পরীক্ষার খরচ বাবদ ২শত টাকা করে নিয়েছেন।  তবে  প্রধান শিক্ষক শংকর কুমার জানান,  ব্যাবহারিক পরীক্ষা ও প্রবেশ পত্র বাবদ দুইশত টাকা করে নেয়া হয়েছে। উপজেলার বলিবালা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী এশা হালদার জানায় তাদের বিদ্যালয়ে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ব্যাবহারিক পরীক্ষা বাবদ ৩ শত টাকা করে নেয়া হয়েছে। উল্লেখ্য, উপজেলার ৪টি কেন্দ্রে গত সোমবার থেকে  শুরু হওয়া ওই ব্যবহারিক পরীক্ষা চলবে আগামী শনিবার পর্যন্ত।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:০৭ ● ৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ