নেছারাবাদে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » গণমাধ্যম » নেছারাবাদে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার ● ৩১ মে ২০২৩


নেছারাবাদে বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে বিজয় টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক।
প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী হিরু’র সঞ্চালনায় আরো বক্তৃতা করেন পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি মো. জাফর আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, চিকিৎসক মাসূম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক মো. কাওসার উদ্দিন তালুকদার, মো. আসাদুজ্জামান ও বিজয় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল হাসান সুজন প্রমুখ। আলোচনা শেষে শিশুদের নিয়ে কাটেন অতিথিবৃন্দ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:০৫ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ