দুমকিতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বছরপূর্তি পালন

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বছরপূর্তি পালন
রবিবার ● ২৮ মে ২০২৩


দুমকিতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বছরপূর্তি পালন

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ^ শান্তির ‘জুলিও কুরি‘ পদকের ৫০বছরপূর্তি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও মো: আল ইমরান‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আ‘লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম, সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মো: আমিনুল ইসলাম সালাম, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ মো: আবদুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, আ‘লীগ নেতা কেএম সহিদুল ইসলাম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্ত হয়।

এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৮ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ