নেছারাবাদে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক দিবস উদযাপন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক দিবস উদযাপন
রবিবার ● ২৮ মে ২০২৩


নেছারাবাদে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক দিবস উদযাপন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান শেষে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।
ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২০:১৯ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ