আমতলীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বর্ষপূর্তি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বর্ষপূর্তি
রবিবার ● ২৮ মে ২০২৩


আমতলীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকের ৫০বর্ষপূর্তি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি বিভিন্ন কর্মসুচীর  মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা।
সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসিএকেএম মিজানুর রহমান।
বক্তব্য রাখেন  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলী পারভিন মালা,এইচএম মনিরুল ইসলাম মনি ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৫ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ