নেছারাবাদে সন্ধ্যা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সন্ধ্যা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু
শনিবার ● ২৭ মে ২০২৩


নেছারাবাদে সন্ধ্যা নদীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে মো. আলীম শেখ (৩৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার সন্ধ্যানদীতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জেলে আলীম উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠী গ্রামের আব্দুল মোজাম শেখের ছেলে।
নিহত আলীমের খালাতো ভাই জেলে জসীম উদ্দিন জানান, দুপুরে আলীম মাছ ধরার জন্য সন্ধ্যানদীর তীরে রাজবাড়ী লঞ্চঘাট ও আবাসন সংলগ্ন এলাকায় জাল ফেলে। এসময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে সেখানে বজ্রপাত পড়লে আলীম দগ্ধ হয়ে তীরে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাঁকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলীমকে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আনসুয়া হালদার।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৮ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ