বরিশালকে তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী খোকন‘র

প্রথম পাতা » বরিশাল » বরিশালকে তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী খোকন‘র
শুক্রবার ● ২৬ মে ২০২৩


বরিশালকে তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের

বরিশাল সাগরকন্যা অফিস॥

বরিশালকে তিলোত্তমা নতুন বরিশাল হিসেবে গড়ে তুলবো। তিলোত্তমা বরিশালের অংশীদার হবে সকল নগরবাসী, কেউ বঞ্চনার শিকার হবে না। প্রধান অতিথি’র বক্তব্যে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন।

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শহিদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দীন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র পদ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত  কে ফুল দিয়ে বরন করে নেয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

স্থানীয় দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃআফজালুল করীম,বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাডঃবলরাম পোদ্দার, বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না,বাংলাদেশ বার কাউন্সিল এর হাউস কমিটির চেয়ারম্যান এ্যাডঃ আনিছ উদ্দিন আহমেদ শহীদ,বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাডঃ লষ্কর নুরুল হক,বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,  বরিশাল মহানগর শ্রমিক লীগের সভাপতি মোঃআফতাব হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান। এছাড়াও অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএমকলেজ বাকসুর সাবেক ভিপি মঈন তুষার সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪০ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ