চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত তৃণমূল রোগীরা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত তৃণমূল রোগীরা
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
ভালার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবা পাচ্ছেনা গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা। চিকিৎসা নিতে আসা রোগীরা ডায়াগনষ্টিক ও প্রাইভেট ক্লিনিকের দালাল শ্রেণীর খপ্পরে পরে সরকারি সেবা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি বিভাগ থেকে শুরু করে রোগীদের বেড পর্যন্ত ডায়াগণষ্টিক ও প্রাইভেট ক্লিনিকের দালাল শ্রেণী এবং ঔষোধের দোকানদারদের ভিড়াড়ির জন্য চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছেন ডাক্তার ও নার্সরা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীদের পরিবারের স্বজনরা। জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান জরুরী বিভাগে চিকিৎসা মিলছেনা টাকা ছাড়া, চিকিৎসা নিতে হলে ১০ টাকা থেকে শুরু করে গুনতে হচ্ছে হাজার টাকা। দেখার যেন কেউ নেই অনিয়ম দূর্নীতি ও ডাক্তারদের সেচ্ছাচারিতা। স্বাস্থ্য কমপ্লেক্সের এ দুর্বল ব্যাবস্থাপনায় চিকিৎসার মান নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে এলাকাবাসির। হাসপাতাল ঘুরে দেখা যায়, ডাক্তারদের অনুপস্থিতি, হাসপাতালে প্রবেশের প্রধান সড়ক থেকে জরুরী বিভাগ পর্যন্ত এবড়ো থেবড়ো ভাঙ্গা রাস্তা ও জলাবদ্ধতা, নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা। রিক্সা অটো ও প্রাইভেট এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি পার্কিংএ ছেয়ে গেছে পুরো হাসপাতাল ও সড়ক এরিয়া।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বশাক বলেন , দালাল শ্রেণীর তৎপরতায় ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি খুব শিঘ্রই এবং জরুরী বিভাগে টাকা নিয়ে চিকিৎসা’র বিষয়ে আমি অবগত হয়েছি  দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। চিকিৎসকদের অনুপস্থিতি প্রসঙ্গে ডাক্তার বসাক বলেন, ৩জন ছুটিতে আছেন এবং একজন দির্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন। হাসপাতালে ৬৮জন কর্মকর্তা ও কর্মচারির মধ্যে ৪ জন অনুপস্থিত, এরা হচ্ছেন (১) ডাঃ হাসান মাহমুদ মেডিকেল অফিসার (ছুটিতে) (২) ডাঃ সুমিত্রা মজুমদার মেডিকেল অফিসার (মাতৃত্বকালীন ছুটিতে) (৩) নুর মোহাম্মদ মেডিকেল অফিসার (অসুস্থ) এবং (৪) ডাঃ তাজুল ইসলাম দীর্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:০৫ ● ৬৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ