নাজিরপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা
শুক্রবার ● ১২ মে ২০২৩


নাজিরপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ (অ: দা:), উপজেলা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ সময় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, “মোখা” মোকাবেলায় সার্বক্ষনিক যোগাযোগের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্টোলরুম খোলা হয়েছে। দুর্যোগকালী সময়ে যে কোন তথ্য প্রদানের জন্য ০১৩২১১৩৪০২৭- ০১৭১৩৯১২৩৯৯ এ নাম্বারে যোগাযোগ করতে হবে। বর্তমানে এ এলাকায় ঘূর্নিঝড়ের ২ নম্বর সংকেত রয়েছে। দূর্যোগের সংকেত বাড়লে প্রশাসনের পক্ষ থেকে মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:২৭ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ