ইন্দুরকানীতে ৬লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে ৬লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
বুধবার ● ১০ মে ২০২৩


ইন্দুরকানীতে ৬লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধ॥

পিরোজপুর ইন্দুরকানীতে ৬ লাখ টাকার অবৈধ জাল আটক করে তা পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার  (০৯ মে) সন্ধ্যায় জব্দকৃত ওই সব জাল পুড়িয়ে দেয়া হয়েছে।  জানা গেছে ওই সব জাল স্থানীয় বলেশ্বর, কচাঁ, পানগুছি নদী ও বিভিন্ন খালে অভিযান চালিয়ে  তা আটক করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন নদ-নদীতে স্থানীয় কিছু অসাধু জেলে অবৈধ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করে মাছের রেনু নষ্ট করছে। আর এ রেনু নষ্ট ঠেকোতে এম অভিযান।  অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বলেশ্বর, কচাঁ, পানগুছি নদী ও বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে ও খালে স্থাপিত অবৈধ  ৬টি বাধাঁ, চরগড়া ৪টি, নেট মশারী ১টি ও ২টি টানা জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মুল্য ৬ লাখ টাকা। তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালগুলো  উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের পাশের খোলা স্থানে   পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরের (এম ওফ ও) মো: আইনুল নিশাত, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড ফেসিলেটর জনাব সাকিল শেখ, মো. হাসান বশির সহ  ইন্দুরকানী থানা পুলিশের একটি দল।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০১ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ