কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন
সোমবার ● ১ মে ২০২৩


কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
সোমবার সকাল নয়টায় কুয়াকাটা পৌর শ্রমিকলীগ ও ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়নের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি রেলী বের করা হয়। রেলীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্বাস কাজী’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তোফায়েল আহমেদ তপু, পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান, পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসহাক শেখ, পৌর ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লা, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অটোভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ মাহবুব আলম সিপাহি প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।  এ রেলী ও আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অটোভ্যান, অটোরিকশা, হ্যান্ডিলিং শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।
আলোচনা সভায় শ্রমিক নেতারা পৌর এলাকার সড়কে চাঁদাবাজি বন্ধের আহবান জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে একত্রে কাজ করার আহবান জানান।


এএইচএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৯ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ